নিজস্ব প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকালে রাঙামাটি শহিদ মিনার চত্ত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতা ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতিয়াজ উদ্দিন (এনডিসি, পিএসসি), জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মো. মূসা মাতব্বর, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার সদস্য সচিব মোহাম্মদ শফিউল আজম ও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, শেখ রাসেল সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানতে হবে। বিভিন্ন প্রকার খেলাধুলাসহ নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের কে সম্প্রীতির সেতু বন্ধন তৈরী করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে অতিথিরা নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার হিসেবে বড় নৌকা (পুরুষ) প্রথম পুরষ্কার ৫০হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৩৫হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার ২৫হাজার টাকা, বড় নৌকা (মহিলা) প্রথম পুরষ্কার ৫০হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৩৫হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার ২৫হাজার টাকা, সাম্পান নৌকা (পুরুষ) প্রথম পুরষ্কার ১০হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার ৫হাজার টাকা, ডিঙ্গী নৌকা (মহিলা) প্রথম পুরষ্কার ১০হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার ৫হাজার টাকাসহ অংশগ্রহণকারীদের মাঝে অংশগ্রহণমূলক পুরষ্কার ১০হাজার, ৫হাজার ও ১হাজার হারে সর্বমোট ৩লক্ষ ৫৯হাজার টাকা বিতরণ করা হয়। এবারে ৪টি বিভাগে মোট ৩১টি দল অংশগ্রহণ করে। এর আগে দিবসটি উপলক্ষ্যে কেক শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।