নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায়, বয়স্ক ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে সাজেক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার হত দরিদ্র ও দুস্থ ২০০ জন পাহাড়ী ও বাঙালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, বাঘাইহাট জোন (৬ই বেঙ্গল) অধিনায়ক লেঃ কর্ণেল মো. খায়রুল আমিন, পিএসসি।
এসময় উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ আবু নাঈম খন্দকার, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, ঈসমাইল হোসেন এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে শীতবস্ত্র বিতরণ সম্ভব নয়। তাই তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাঘবে আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতে ও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন এই সেনা কর্মকর্তা।
এদিকে এ ধরনের মানবিক সহায়তা পেয়ে নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা।