মেহেদী ইমামঃ
শিক্ষার মান উন্নয়নে দুর্গম পাহাড়ি এলাকার প্রতিটি উপজেলায় একটি করে ছাত্রাবাস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ (মারুফ)।
শুক্রবার (৮ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, মৌজা হেডম্যান, কার্বারী, সাংবাদিক, এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, মৌজা হেডম্যান, কার্বারী, সাংবাদিক, এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। তাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানতে চান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ আরো বলেন, নানিয়ারচরে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি যা অনুধাবন করেছি তা হলো আমরা শিক্ষায় অনেক পিছিয়ে আছি। আমরা শিক্ষার মান উন্নয়নে ত্রিপক্ষীয় মতবিনিময় সভার আয়োজন করেছি। এর ফলে আগামী ২৬ সাল থেকে আমরা শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাব। এটা শুধু কথায় নয় কাজে বাস্তবায়ন করা হবে।
বক্তব্যে স্থানীয়দের উদ্দ্যেশ্যে আরো বলেন, মডেল মসজিদ, বৌদ্ধ বিহার, বাজার বর্জ্য ব্যবস্থাপনা, নানিয়ারচরের ব্রীজ সৌন্দর্যবর্ধণ প্রকল্প ও আপনারা যা কিছুই দাবি জানিয়েছেন তা আপনাদের সহযোগিতায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
বক্তব্যে স্থানীয়দের মতামত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ও আশ্বাস প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মান্না, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ও নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম।
নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, ১নং সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, জামায়াতে ইসলামির নানিয়ারচর ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ সহ শিক্ষক-শিক্ষার্থী, হেডম্যান-কার্বারী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।