নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
বুধবার (১৭ই জুলাই) বিকেলে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
বুধবার (১৭ই জুলাই) বিকেলে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি চাকুরিতে বিভিন্ন ধরনের কোটা পুনর্বহাল করে মেধাবীদের চাকরির সুযোগে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগের কর্মীদের হামালার নিন্দা জানান।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বশর আজম, সদস্য সচিব মাহমুদল হাসান জুয়েল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।