নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে কলেজ শিক্ষক কে পিটিয়ে হত্যার ঘটনায় আবারো উত্তপ্ত হয়ে পড়েছে পাহাড়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৩টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন।
খোজঁ নিয়ে জানা যায়, দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করে কয়েকজন পাহাড়ি শিক্ষার্থী। এতে উত্তপ্ত হয়ে পড়ে আশেপাশের এলাকা।
এঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পাহাড়ি বাঙালি ২পক্ষের শিক্ষার্থীরা। এসময় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভাঙ্চুর ও মোটর সাইকেলে অগ্নিকান্ড সহ সংঘর্ষের পরিস্থিতি ঘোলাটে হতে থাকে।
শিক্ষককে পিটিয়ে হত্যাকান্ডের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারো থমথমে অবস্থা বিরাজ করছে পাহাড়ে। এনিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সোহেল রানা নামে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষক গণপিটুনিতে নিহত হয়েছেন। দুর্বৃত্তদের দ্বারা আহত হয়েছেন ৫জন। পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না।
এদিকে বিকেল থেকেই রাঙামাটিতে সজাগ রয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।