নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাৎসব উদযাপন উপলক্ষে নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রণোদনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে: কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
নানিয়ারচর জোনের আওতাধীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠান উৎসকবমূখর ও জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য এই প্রণোদনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।