তুফান চাকমাঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার (২২ অক্টোবর) বিকেলে নানিয়ারচর বাজার সদরস্থ শ্রী জগ্ননাথ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মো. মুছা মাতব্বর।
মন্ডপ পরিদর্শন কালে পূজা উদযাপন কমিটির সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান। পরে পূজা উদযাপন কমিটির নিকট নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল আহম্মদ তালুকদার, সদস্য আশিষ দাশ গুপ্ত, সদস্য শ্যামল মিত্র, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার ও পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।