॥ মাহাদী বিন সুলতান ॥
শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারীতে রয়েছে রাঙামাটি জেলা পুলিশ। সনাতন ধর্মালম্বীদের এই উৎসব ঘিরে জেলার প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করছেন পুলিশ সুপারসহ পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তারা।
সোমবার (২৩ অক্টোবর) রাতে শহরের কাঁঠালতলী দুর্গা মাতৃ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)। এসময় পূজা উদযাপন কমিটির সদস্যরা পুলিশ সুপার কে ফুল দিয়ে বরণ করে নেয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ শাহ এমরান (ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম (ডিএসবি), মোহাম্মদ জাহেদুল ইসলাম (সদর সার্কেল), কতোয়ালী থানার ওসি আরিফুল আমিন, রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিন ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজিত দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে শান্তি-সুষ্ঠুভাবে ধর্মীয় উৎসব পালনে নির্দেশনা প্রদান করেন।
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুরোপুরিভাবে আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা নিয়েই কাজ করছি। আমাদের সাথে আনসারসহ গোয়েন্দা নজরদারী রয়েছে। কঠোর নজরদারীর মাধ্যমে সকল পূজামন্ডপ গুলো আমরা নিরাপদ রেখেছি। যাতে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান গুলো পালন করতে পারে।
এবিষয়ে জানতে চাইলে জাহেদুল ইসলাম বলেন, আমাদের পুলিশ সুপারের দিক-নির্দেশনা মোতাবেক আমরা সিনিয়র অফিসারগণ শহরের ১৪টিসহ জেলার মোট ৪১টি পূজামন্ডপ নিয়মিত পরিদর্শন করছি। এসকল পূজামন্ডপ গুলোতে আমাদের সার্বিক মনিটরিং অব্যাহত থাকবে।