নিজস্ব প্রতিনিধিঃ
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিএনপি।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে সংগঠনটির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো, নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুর ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ বিনির্মাণে একজন সফল রাষ্ট্রনায়ক। বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষ যাতে রাজনীতি করতে পারে সে লক্ষ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। ঊশৃঙ্খল কিছু সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে।
অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়।