নিজস্ব প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১জনের নিকট ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আজিজনগরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখের নেতৃত্বে চাম্বি মফিজ বাজার ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, সোমবার দুুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত আসামী ও মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে
এসময় ২২৫/২১ মামলার পরোয়ানা ভুক্ত মো. সাজ্জাদ, ৩৩/২২ মামলার পরোয়ানা ভুক্ত আসামী জিয়াবুল হক, ১০০পিচ ইয়াবা সহ কলিম উল্লাহকে (৫৩) আটক করা হয়। আটক কলিম উল্লাহ পাশের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাবাগান গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার ছেলে।