মো. আলমগীর হোসেনঃ
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বেলা ১১টায় লংগদু জোনের অর্ডিটোরিয়ামে জোন অধিনায়ক লে. কর্ণেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি,র, সভাপতিত্বে এবং উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার ব্যাটালিয়ন অধিনায়ক নব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম কর্মীরা।
এসময় জোন কমান্ডার, আগামীকাল ৫ই আগষ্টকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার ও আহবান জানান।