লংগদু প্রতিনিধিঃ
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
শুক্রবার ( ২৭ ডিসেম্বর) লংগদু জোনের বামে লংগদু আর্মি ক্যাম্প এর আওতাধীন ধনপতি বাজার এলাকায় অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৩৫০ টি শীতবস্ত্ৰ বিতরণ করা হয়।
এছাড়াও ধনপতি বাজার এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ এবং স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এদিন ৪২০জন দুঃস্থ ও অসহায় বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
এসময় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, পিএসসি ও অত্র জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্নব সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এসময় আর্থিক সহায়তা এবং চিকিৎসা গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডার লংগদু জোন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।