নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে বজ্রপাতের আঘাতে ১নারীসহ ৫জন নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ জুন) বিকালে মাইনিমূখ বাজার থেকে ভাসান্যাদম বাড়ি ফেরার পথে উপজেলার মিনা বাজার এলাকায় ইন্জিন চালিত বোটে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ৩জন মৃত্যুবরণ করেন। এদিকে একই ঘটনায় উপজেলার আটরকছড়া এলাকার এক গৃহবধু নিহত হন।
এবিষয়ে স্থানীয়রা জানায়, শনিবার কোরবানীর হাট শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনাস্থলে বোট চালকসহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যাদম এলাকার বাসিন্দা।
এই ঘটনায় নিহতরা হলেন, জিয়াউল হক (৪৮), ওবায়দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৩৫) ও বোট চালক আক্কাস আলী (৪২)। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্কাস আলীর লাশ এখনো পাওয়া যায়নি। এঘটনায় রিনা বেগম (৩৫) নামেও এক গৃহবধু নিহতের ঘটনা ঘটেছে বলেও জানায় স্থানীয়রা।
এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে বোটের উপরে থাকা বোট চালক সহ ৪ জন নিহত হয় এবং আটারকছাড়া এলাকায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
ঘটনার খবর পেয়েই লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে তিনি জানান, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে আসি। এখন পর্যন্ত ৩জনের লাশ উদ্ধার করা হয়েছে। বোট চালকের লাশ উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়েছে।