লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়” এর উদ্যোগে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা কাপ্তাই লেকের কাচালং নদীর মোহনা ও ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করে।
এসময় ছায়ানীড়ের সভাপতি প্রভাষক হারুনুর রশিদ, সেক্রেটারি আল আমীন ইমরান, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (এজেন্ট ব্যাংকিং) মাইনীমুখ এর পরিচালক মোঃ রাসেল আহমেদ, লংগদু উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী তারা মিয়া, মোঃ নাছির উদ্দীন, মোঃ মমিনুল হক, ওছমান গনি, আব্দুল জব্বার, আব্দুল আলীম, আবুল কাশেম ও সাংবাদিক মোঃ এরশাদ আলীসহ ছায়ানীড় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি জানান, ছায়ানীড় সংগঠনটি লংগদু উপজেলার বৃহত্তর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় শ্রম ও অর্থ সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ায়। স্বেচ্ছায় সেবাদানে সদস্যদের উজ্জিবতি করতে আমরা আনন্দ ভ্রমনের ব্যবস্থা করেছি।
ভ্রমনকালে সদস্যদের মধ্যে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।