॥ মো. গোলামুর রহমান ॥
“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) লংগদু উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শেখ রাসেলের প্রতিকৃতিতে গিয়ে উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অতিথিরা আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
উপজেলা মৎস্য অফিসার তানভির আহসান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব উসমান, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) শুচিরা চাকমা প্রমূখ।
সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ও শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরস্কার প্রদান করা হয়।