মো. আলমগীর হোসেনঃ
রাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ত্রিপক্ষীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাতা সদস্য বিমল কান্তি চাকমা এর সভাপতিত্বে এ ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দাতা সদস্য নাগর চান চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এসময় বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।