মো. আলমগীর হোসেনঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর শিজকমুখ বিজিবি ক্যাম্প এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল শিজকমুখ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০সিএফটি সেগুন কাঠ জব্দ করেন।
বিজিবি সূত্র জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২৮৫৯.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে। যার বাজার মূল্য ৫১,১৪,৪৬৫ (একান্ন লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।
এব্যাপারে বিজিবি জোন অধিনায়ক বলেন, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। সব সময় এ ধরণের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যহত থাকবে।