আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে বন্যা কবলিত পরিবার সমূহের মাঝে জামায়াতে ইসলামী লংগদু উপজেলার পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নাছির উদ্দীন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফেরদৌস আলম এবং শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মঞ্জুরুল হক ও জামায়াতে ইসলামির নেতা মোঃ বেলাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে মাওলানা নাছির উদ্দীন বলেন, ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়ি, দিঘীনালার বিভিন্ন এলাকা আজ পানিতে ভাসছে। হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই তাদের পাশে দাঁড়াই এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই।
তিনি সমাজের সকল বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান তিনি।