মো. আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকালে লংগদু ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধন উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
লংগদু ফুটবল একাডেমির সদস্য সচিব মোঃ শাজেদুর রহমান মনিরের সঞ্চালনায় এবং ফুটবল একাডেমির আহবায়ক ও লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজস্বী বীর লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।
এসময় বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জামায়াত ইসলামী বাংলাদেশ লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।
এসময় লংগদু ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণার পর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে লংগদু সদর একাদশ বনাম মাইনীমুখ মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মাইনীমূখ একাদশকে ০-১ গোলে হারিয়ে লংগদু সদর একাদশ চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।