মোঃ আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে ২৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় কৃষি অফিসের মাঠে প্রনোদনা কর্মসুচীর আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকৃত এসব উপকরণ এর মাঝে প্রতিজিন প্রান্তিক কৃষককে উন্নত জাতের আউশ ধান ৫কেজি, ১০কেজি ডিএবি,১০কেজি এমওপি সার এবং ৫০জনকে ৫কেজি করে তিল বীজ,১০ডিএবি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় লংগদু ইউনিয়ন চেয়ারম্যান বিক্রম বলি চাকমা এর সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।
এছাড়াও বগাচত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গফফারসহ স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।