লংগদু প্রতিনিধিঃ
লংগদুতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার ৩টি মন্ডব পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক।
শুক্রবার (১১অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার ড. এসএস ফরহাদ হোসেন।
এসময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন, ৩৮আনসার ব্যাটালিয়ন কমান্ডার মামুন মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক কুশল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমূখ বাজার কমিটির সভাপতি মোঃ আব্দর রশিদ, মাইনীমুখ বাজার শ্রীশ্রী হরি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি দত্ত, সম্পাদক সাগর সিংহ, জালিয়াপাড়া শিব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাশ, সম্পাদক বিটন দাশ, তিনটিলা রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দির, পূজা উদযাপন কমিটির সভাপতি দয়াময় চক্রবর্তী, সম্পাদক রবীন দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শন কালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং মন্দিরে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। এসময় পূজা উদযাপন কমিটি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামন্ডপ পরিদর্শন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও উদযাপন কমিটির সদস্যরা।
মন্ডপ পরিদর্শন শেষে মাইনীমূখ বাজার ঘুরে দেখেন এবং বাজারের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে জেলা প্রশাসক লংগদু সদর মডেল মসজিদের চলমান ভবনের কাজ পরিদর্শন করেন।