নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ পরিচালনা কমিটির সাথে মতবিনিমিয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু শাখা।
সোমবার (৭ অক্টোবর) বিকালে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আমীর মাওলানা মো: নাছির উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, লংগদু মন্দির পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দয়াময় চক্রবর্তী, জালিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি তপন দাস, মাইনীমুখ মন্দির কমিটির সভাপতি তপন দত্ত, জামায়াতের লংগদু ইউনিয়ন আমীর মো: মঞ্জুরুল আলম, মাইনীমুখ ইউনিয়ন পশ্চিম এর আমীর আব্দুল জব্বারসহ লংগদু উপজেলার পূজামন্ডপগুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ সকল সনাতন ধর্মাবলম্বীদের নিঃসংকোচে, নির্বিঘেœ উৎসাহ উদ্দীপনার সাথে পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহবান জানান। পূজা ও উৎসব পালন নির্বিঘœ করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার ও আশ্বাস দেন নেতৃবৃন্দ।
বক্তব্যে জামায়াতের বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সকল ধর্ম, সম্প্রদায়ের মানুষ জামায়াত ইসলামীর কাছে বিগত দিনেও নিরাপদ ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতে ও থাকবে।
তারা আরো বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়।
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙামাটি মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে পূজা উৎযাপনে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন মন্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা। লংগদু উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।