মো. আলমগীর হোসেনঃ
লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় ট্রলি (ছয় চাকা) উল্টে বিজয় চাকমা (২১) নামে হেলপার নিহত হওয়ার চারদিন পরে সেই ট্রলি সাগরের ও মৃত্যু হয়েছে।
গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগর (৩০) কে চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতাল ভর্তি করানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে স্থানান্তর হয়। সেখানে দীর্ঘ চারদিন আইসিইউতে লাইভ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যায় পরিবার। অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার সকাল ৮ টায় চট্টগ্রামের মেরিন সিটি কলেজ হাসপাতলেই লাইভ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ট্রলি ড্রাইভার সাগর উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত ট্রলি গাড়ি চালিয়ে নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ করে আসছেন।
উল্লেখ্য গত ৯মে শুক্রবার রাত আনুমানিক ৯টায় উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় মালামাল নিয়ে আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। তৎক্ষনাৎ গুরতর অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় সাগরকে।
পরিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টায় সাগরের মৃত্যুর পরপর তাকে চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। নিজ গ্রামেই শেষ বিদায় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।