মোঃ আলমগীর হোসেন, লংগদুঃ
রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে লংগদু উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ আবদুল আলিম।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মানসুরুল হক, মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, খোন্দকার মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ শহীদুল ইসলাম সাফি, লংগদু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এখলাস মিঞা খান।
এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সকল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেট মোখতার আহম্মদকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার আহবান জানান।
অ্যাডভোকেট মোখতার আহম্মদ তার বক্তব্যে বলেন, একটি বৈষম্য মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দেশের মানুষ যে ভাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটিয়ে দেশ স্বৈরাচার মুক্ত করেছে। সেই আকাংখা পূরণে আমি যদি রাংগামাটি আসনের সম্মানিত ভোটারদের ভোটে নির্বাচিত হওয়ার যোগ্য হই, তাহলে ভোটারদের কাংখিত স্বপ্ন পুরনে আমি নিজেকে সচেষ্ট রাখব ইনশাআল্লাহ। সমাজের সকল স্তরে দুর্নীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে চেষ্টা করব। সর্বোপরি সম্মানিত ভোটারদের সম্মান রক্ষা করার চেষ্টা করবো। পার্বত্য চট্রগ্রামের মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যে স্বীকার তা নিরসনে আমি ভুমিকা রাখবেন বলেও উল্লেখ করেন এই বিজ্ঞ আইনজীবী।
অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।