নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একাডেমিক সুপার ভাইজার মোঃ শওকত আকবর এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, উত্তর ইয়ারিংছড়ি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল হোসেন মালেক, মাইনীমুখ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।