॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশে সমাজের প্রতিটি স্তরকে সঙ্গে নিয়ে কাজ করে। টেকসই, উদ্ভাবনী ও গোষ্ঠীভিত্তিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তারা জাতিগঠনে ভূমিকা রাখছে। ১৯৭২ থেকে ইউএনডিপি ও সহযোগী সংস্থাগুলো বাংলাদেশে সুশাসন, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে সহায়তা করে যাচ্ছে। সামগ্রিক এই প্রচেষ্টা ও উদ্যোগে সমাজের বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতির পথ খুলেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে লংগদু হর্টিকালচার মিলনায়তনে এলভিএমএফ ও ইয়ুথ গ্রুপ উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলভিএমএফ কমিটির সভাপতি বিক্রম বলি চাকমার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি মো. নাইম এর সঞ্চালনায় এতে লংগদু জামায়াতে ইসলামের আমির মাওলানা মো. নাছির উদ্দিন, লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মুছা তালুকদার, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, লংগদু উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, লংগদু উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমএ হালিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন বলেন, মানুষ কে পরিবর্তন করার পেছনে শিক্ষার যে শক্তি তা কাজে লাগিয়ে সারা দেশে তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যেতে হবে। উদ্যোক্তা বা চাকরির সম্ভাবনা কে আরও শক্তিশালী করে তুলতে হবে। বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য ইংরেজি, শিক্ষা এবং শিল্প সাহিত্য ইউএনডিপির মাধ্যমে সারাদেশে ফিল্যান্সিং দক্ষতা অর্জন করে অর্থ উপার্জন সহ নানা কার্যক্রম করে থাকে। আগামীর বাংলাদেশ কে বিশ্বের বুকে তুলে ধরতে সকল কে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।