মো. আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে আলো ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে লংগদু উপজেলায় আলো ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্রদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল স্টোরের মালিক মোঃ নায়েব আলী সওদাগরের পক্ষে ও পরিচালক মোহাম্মদ শুরুজ্জামালের ব্যক্তিগত অর্থায়নে ৭নং ওয়ার্ডের এফআইডিসি টিলা ও বড় কলোনী এলাকায় এ ত্রাণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
লংগদু উপজেলা আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুর জামাল উপস্থিত থেকে ২শত পরিবারের নিকট ত্রাণের উপকরণ পৌছে দেন।
এসময় তিনি বলেন, প্রতি বছর অতি বৃষ্টির কারণে কাপ্তাই লেকে বন্যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে থাকে। এর ফলে হত-দরিদ্র পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেই তুলনায় তারা তেমন কোনো সহযোগিতা পান না। বিত্তশালী মানুষগুলো অসহায় পরিবারগুলোর পাশে দাড়ালে সমাজের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাবে মানবিক মর্যাদা।
ত্রাণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জামাল স্টোরের মালিক নায়েব আলী সওদাগর, এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শুরুজ্জামাল, সেক্রেটারী হারুনুর রশীদ, মদিনাতুল উলুম মাদরাসার সভাপতি আবদুর রশীদ, আলো ফাউন্ডেশনের শাহ পরান, হাসান ও সেলিম আলী প্রমূখ।