মো. আলমগীর হোসেনঃ
রাঙ্গামাটির লংগদুতে ব্যাংকের চেক জালিয়াতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (২২ জুন) সকাল ১০টায় ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম লংগদু প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় এ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি ও তার স্ত্রী এ্যাডভোকেট রুমানা খানমের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক বা পারস্পরিক কোনো লেনদেন ছিল না। তবে আমি ব্যবসায়িক কাজে অভির মা,র থেকে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়েছিলাম পরক্ষণে আমাদের সম্পর্ক ২০২০ সাল পর্যন্ত ভালোই ছিলো। পরে সাইফুল ইসলাম ওর মাকে ভয় দেখিয়ে চেক গুলো নিয়ে নেয়। আমি ওর মাকে তিন টি চেক দিয়েছিলাম ৫ লাখ ৫০ হাজার টাকা, ১ লাখ ২০ হাজার এবং ৬০ হাজার টাকা।
এগুলো সংগ্রহ করে অভি চেক জালিয়াতির মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকা দেখিয়ে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, তার ও পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে প্রনোদিতভাবে এই প্রতারণা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। তিনি অভিযোগ করেন,সাইফুল ইসলাম ও তার সহধর্মিণী দুজনেই এ্যাডভোকেট হওয়ায় একই কৌশলে উপজেলার অনেক নিরীহ মানুষকে চেকের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলার আরেক ভুক্তভোগী সরোয়ার হোসেন বলেন,ওমর ফারুক মাষ্টার তিনি এ্যাডভোকেট সাইফুল ইসলাম অভির বোনের জামাই হওয়ায় তার ক্ষমতা বলে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে দীর্ঘদিন যাবত হয়রানি করছে এবং মামলাটি এখনো চলমান। এমতাবস্থায় আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মোঃ সাইফুল ইসলাম স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে প্রতারক চক্রের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন।