ইকবাল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
৫অক্টোবরের রোডমার্চ সফল করতে লিফলেট বিতরণ করেছে রাঙামাটি জেলা কৃষকদল।
বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে ফিসারী ঘাট পর্যন্ত মূলসড়কে চলাচলরত পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করেন কৃষকদলের নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী বাবর, জেলা কৃষকদলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক রবিউল হোসে বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, পৌর শাখার সভাপতি আল মামুন, সদর থানা শাখার সভাপতি রতন চাকমা, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়াসহ কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।