নিজস্ব প্রতিনিধিঃ
এক দফা দাবি আদায়ে ৫ই অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ সফল করতে লিফলেট বিতরণ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
বুধবার (৪ অক্টোবর) বিকালে শহরের বনরুপায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল। এসময় দলীয় কার্যালয় হতে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা বনরুপা পেট্রোল পাম্প হয়ে মিছিল নিয়ে পূনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের সভাপতিত্বে ও রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক রবিউল ইমরান নওশাদ, সহ-সভাপতি এমদাদুল হক মানিক, ইমরান চৌধুরী সুজন, হাসান চৌধুরী সুমন, যুগ্ম সম্পাদক আবুল কালাম সগির, রহিম উদ্দিন, মেহেদী হাসান, কলেজ ছাত্রদল সদস্য সচিব অলি আহাদ, পৌর সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, সদর সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, লংগদু উপজেলা আহ্ববায়ক রায়হানুল হক, কাউখালী আহ্ববায়ক তারেক হাসান ও নানিয়ারচর উপজেলা আহ্ববায়ক হাসান মল্লিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে একই কর্মসুচির অংশ হিসেবে সন্ধ্যায় তবলছড়ি বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষে তবলছড়ি মসজিদের সামনে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
এসময় জেলা সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ নাজমুল হুদা, মোর্শেদ আলম, আব্দুল মজিদ নান্টু, ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ও সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে জেলা সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জানায়, কুমিল্লা, ফেনী, মীরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারই ধারাবাহিকতায় লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল।