ইকবাল হোসেনঃ
রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে প্রথমবার অংশগ্রহণ করে ফাইনাল নিশ্চিত করেছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।
সোমবার সকালে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টিম লিজেন্ট’র মুখোমুখি হয় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।
প্রথমে ব্যাট করে টিম লিজেন্ট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪১রান সংগ্রহ করে। ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে কোকো ক্রীড়া সংসদ।
এতে করে ৫ উইকেটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। ২৯ রান ও ১ উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোকো স্মৃতির ফয়সাল। তার হাতে পুরস্কার তুলে দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি।
এসময় ডিএফএ’র সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল বাসেত অপু, প্রতিভাস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, ক্রীড়াবিদ শ্বাশত চাকমা রিংকু, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অর্থ সম্পাদক আহমেদ ফজলুর রশিদ সেলিম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর কেন্দ্রীয় সদস্য আরজ হোসেন সুমন, টিম ম্যানেজার আব্দুশ শাকুর জাবেদ, টিম কর্মকর্তা হেলাল উদ্দিন, লোকমান হাকিম পুতুল, শাওন মেহেদী, আবুল কালাম সগির, বাপ্পু রায়হান, আশরাফুল, সুমন হোসেন, হেলিম মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভলকান ক্লাবের মুখোমুখি হবে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।