নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবন সম্মেলন কক্ষে বিশেষ দোয়া, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মার সঞ্চালনায় ও রেজিস্ট্রার মোঃ ইউসুফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
এসময় বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর জুয়েল সিকদার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার মহোদয় বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে। কোন অশুভ শক্তি তাঁর কোন ক্ষতি করতে পারবেনা। ৭৫এর পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্র নায়ক, যিনি তাঁর মেধা-মনন, সততা, নিষ্ঠা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। স্বাধীনতার পরাজিত শক্তি বহুবার তাঁকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে হত্যার চেষ্টা করেছিল । কিন্তু এ দেশের জনগণের দোয়া ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতের কারণে তিনি মৃত্যুর দুয়ার হতে ফিরে আসা নীলকন্ঠ পাখি, মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবী।
তিনি আরো বলেন, সময়ে কিংবা অসময়ে যে কোন প্রতিকূল পরিস্থিতিতে তিনি বাংলাদেশের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। করোনা মহামারী কিংবা বিশ্বজুড়ে বয়ে যাওয়া অর্থনৈতিক মন্দা যে কোন পরিস্থিতিতে অত্যন্ত বিচক্ষণতার সাথে বাংলাদেশকে পরিচালনা করেছেন। ফলে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে উন্নয়নের রোল মডেল। যুগযুগ ধরে বঞ্চিত পার্বত্য এ জনপদের উন্নয়নে তিনি বিশেষ দৃষ্টি রেখেছেন, ফলশ্রুতিতে পার্বত্য অঞ্চলে আজ বহুবিধ উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
সভায় রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।