নিজস্ব প্রতিনিধিঃ
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাজস্থলীতে ২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ইটভাটা থেকে ৫০হাজার টাকা হারে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন, রাজস্থলি উপজেলা নির্বাহী অফিসার সজিব কান্তি রুদ্র।
অভিযানে পশ্চিম তাইতং পাড়ার কইড ব্রিকফিল্ড এবং থ্রোরাই¤্রং পাড়ার ইজই ব্রিকফিল্ড ২টি বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লি নিভিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস সদস্যরা।
এসময় স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে জেলায় অবস্থিত প্রতিটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন।