নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপর বাজারে উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার এর সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পনির, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, এজাজ নবী রেজা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। মামলা হামলার ভয় না পেয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কে সামনে রেখে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, বর্তমান সরকারের অধিনে কোন কারচুপির নির্বাচনে বিএনপি যাবেনা। মামলা দিয়ে আর বিএনপি কে দমানো যাবে না। আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে আনবো।