স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি কতৃক আয়োজিত বাৎসরিক পুষ্টি পরিকল্পনা (২০২৩-২০২৪) প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগীতায় বাৎসরিক বাৎসরিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার মুক্তার।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, নানিয়ারচর কলেজ প্রভাষক উত্তম কুমার লোত, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও লীন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী চাকমা প্রমুখ।
উপজেলা পুষ্টি পরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে বক্তারা স্থানীয় বাসিন্দাদের বাৎসরিক পুষ্টির যোগান, পুষ্টি পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় পুষ্টির চাহিদা মেটাতে আচরণবিধির পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার মুক্তার বলেন, “মাঠকর্মীরা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের পুষ্টির যোগান সম্পর্কে আলোচনা করতে হবে। এছাড়াও গর্ভকালীন সময়ে মায়েদের প্রতি এবং সন্তান প্রসবের পরে মা ও শিশুদের প্রতি মাঠকর্মীদের বিশেষভাবে পুষ্টির ব্যাপারে নজর রাখতে হবে। পুষ্টি বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। তিনি আরও জানান, কোন শিশু যেন পুষ্টির অভাবে না থাকে সেদিকে সংশ্লিষ্ট সকল কে নজরদারী বাড়াতে হবে।