নিজম্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটির চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া (গ্রীষ্মকালীন) প্রতিযোগিতা ‘ফুটবল’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।
রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ সহ ক্রীড়াপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে পাহাড়ের ছেলে মেয়েরা খেলাধুলায় তাদের পারদর্শীতার স্বাক্ষর রেখেছে। সরকার ও সার্বিক উন্নয়নে তাদের পাশে রয়েছে। পাহাড়ে দক্ষ খেলোয়াড় তৈরীতে কাজ করে যাচ্ছে সরকার।
ফাইনাল খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) ও ঘাগড়া উচ্চ বিদ্যালয় (বালিকা) এবং রানার্স আপ সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় (বালক) ও ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা) দলসমূহের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন।