নিজস্ব প্রতিনিধিঃ
গণ সংযোগ পক্ষ পালন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি পৌরসভা দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আল আমিন মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
রাঙ্গামাটি পৌর সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন। এছাড়াও পৌরসভার বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬বছর আমরা মাঠে ময়দানে ঠিকমতো দাওয়াতী কাজ করতে পারিনি। ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা এখন মুক্তভাবে কথা বলতে পারি । এটাই আমাদের শেষ নয়, আমাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়া। পাশাপাশি আপামর জনগণের মধ্যে বেশি বেশি দাওয়াতী কাজ করা। আমরা যত বেশি জনগণের সাথে মিশে দাওয়াতী কাজ করতে পারব ততো বেশি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। নেতাকর্মীদের প্রতি এ আহ্বান রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে ১৩জন ওয়ার্ড সভাপতিদের মাঝে দাওয়াতি সেট বিতরণ করেন অতিথিরা।