মেহেদী ইমামঃ
রাঙামাটিতে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কে ৪উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভলকান ক্রিকেট ক্লাব।
রোববার (২৬ জানুয়ারী) দুপুরে টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, এএসইউ ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহতাব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
এসময় অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন। এছাড়াও ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার, স্পন্সর, ম্যান অব দি ফাইনাল, সেরা বোলার, সেরা ব্যাটস ম্যান ও ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিতদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এর আগে সকালে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও ভলকান ক্রিকেট ক্লাবের মাঝে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৯ই জানুয়ারী রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে জেলার মোট ১৮টি দল অংশ গ্রহণ করে।