॥॥ মোঃ আলমগীর হোসেন ॥॥
রাঙামাটির বাণিজ্যিক প্রাণকেন্দ্র বনরূপার জামে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে লংগদু উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাইনীমূখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বাইট্টাপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
এসময় মুসল্লিরা বলেন, মসজিদ হলো আমাদের সবচেয়ে বড় ইবাদতের জায়গা। এখানে আঘাত মানে ধর্মের উপর আঘাত। এটা মুসলমানরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না। তারা আরো বলেন, এর সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ই সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক বাঙালি যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। এর প্রতিবাদে গতকাল দীঘিনালায় বাঙালিরা প্রতিবাদ মিছিল করতে গেলে পাহাড়ি সংগঠনের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বাঙালিদের মিছিলে ইট পাটকেল মরলে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ কে কেন্দ্র করে দীঘিনালা বাজারে বেশ কয়েকটি দোকান পাটে অগ্নি সংযোগ করে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনেন। দীঘিনালার ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করে উপজাতীয়রা। সেই মিছিল থেকেই বনরূপা জামে মসজিদে হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ধারা জারি করেছে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা প্রশাসন।