নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি বোট মাঝি মালামাল পরিবহন সমবায় সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের ১টি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

সমিতির সভাপতি আব্দুর সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, জেলা যুবদলের সাংঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী ও পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা।
শিক্ষানবিশ আইনজীবি জামাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ।
এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদ হোসেন মানিক ও খোরশেদ আলম সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।