নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বনরূপার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আবু সৈয়দ, রাঙামাটি পরিবেশক সমিতির সভাপতি মো. শাওয়াল উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক নেছার উদ্দিন, তৈয়্যাবিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী ও তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব।
বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খোকন তালুকদারের সঞ্চালনায়- উপদেষ্টা মো. সোলায়মান ও শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক এমাজ উদ্দিন, সদস্য কামাল হোসেন, হারাধন শীল, ইব্রাহিম রুবেল, মঈন উদ্দিন সহ এসোসিয়েশনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা- রাঙামটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন সুন্দর এই আয়োজন করায় ধন্যবাদ জানান। এরপাশাপাশি আগামীতে এসোসিয়েশনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে- নজরুল ইসলাম আয়োজনকে সাফল্য মন্ডিত করতে যারা আর্থিক ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান এবং আগামীদিনে ঐক্যবদ্ধ থেকে সকল কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।