মেহেদী ইমামঃ
সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনানুসারে রাঙামাটিতে বিশাল এক জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দীর্ঘদিন পরে বিএনপির এই জনসভায় গণমানুষের ঢল নেমেছে।
সোমবার (২৪শে ফেব্রুয়ারী) দুপুর ২টায় দলটির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রাশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রাক্তন সাংসদ ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান এবং সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেত্রী মৈত্রী চাকমা, সমাবেশ শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম পনির এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সকল উপজেলা সভাপতি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব উন নবী খান বলেন, এই পাহাড়ে আমরা চাকমা, মারমা, খেয়াং, তংচংঙ্গ্যা, আবার আমরাই বাঙ্গালি। ৫৬হাজার বর্গমাইল জুড়ে যে ফসল খেয়ে আমাদের রক্ত কনিকা পায় সবার রক্ত এক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পার্বত্য এই এলাকা কে অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচনা করেছেন।
তিনি আরো জানান, আজ যারা উপস্থিত হয়েছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ১বার ও ভোট দিতে পারেননি। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থ লোপাট করে বিদেশে অঢেল সম্পত্তি গড়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার দূর্নীতি করে তারা ছেলে মেয়ের নামে বিলাশ বহুল বাড়ি গাড়ি করেছে। অনেকেই বলে আপা দেশে আসছে। শেখ হাসিনা দেশে আসার আগে দেশবাসীর টাকার হিসেব দিতে হবে।
সভাপতির বক্তব্যে দীপন তালুকদার বলেন, আজকের এই গণজোয়ার প্রমান করে যে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা ২৯৯নং আসনটি তারুণ্যের অহঙ্কার তারেক রহমান কে উপহার দিতে পারব। আগামীতে কেন্দ্র ঘোষিত সকল অনুষ্ঠানে আমরা একতাবদ্ধ থেকে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়নের ও আশ্বাস দেন এই বিএনপি নেতা।