মেহেদী ইমামঃ
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মামুনুর রশিদ মামুন কে কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা প্রদান করেছেন রাঙামাটির বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
সোমবার (১৪ই জুলাই) রাতে চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স সংক্রান্ত সমস্যা সমাধানে আরবিক সহযোগিতা প্রদান করায় ব্যবসায়ীদের পক্ষ হতে এই সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বিএম কমপ্লেক্স শপিংমলের ব্যবসায়ী সমতির সভাপতি এন এস জাহান লিটনের সঞ্চালনায় বৃহত্তর বনরুপা ব্যবসায় সমিতির সভাপতি জসিমউদদীন, তবলছড়ি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাসির বিপ্লব, সাধারণ সম্পাদক ইকবাল করিম, নির্মাণ সামগ্রীর ব্যবসায়ী সমিতির সভাপতি রোকন উদ্দিন, পুরাতন বাসস্ট্যান্ডের সমবায় সমিতির সভাপতি নেছার উদ্দিন, রেস্তোরা মালিক সমিতির সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ভেদভেদি বাজার ব্যবসায়ীর সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, আসবাবপত্র ব্যবসায়ী সমিতি সাধারণ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স সসমস্যা সমাধানে সহযোগিতা করাই এডভোকেট মামুন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি চলমান অন্যান্য সমস্যার কথা উপস্থাপন করেন।
বক্তব্যে অ্যাডভোকেট মামুন ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসায়ী পরিচালনা করে সরকারি সকল নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান। এবং ব্যবসা পরিচালনায় সকল সমস্যার সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে চেম্বারের সভাপতি মামুনুর রশিদ মামুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে “রাঙামাটি ব্যবসায়ী ফোরাম” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করে। এতে পদাধিকার বলে চেম্বারের সভাপতি এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়াও সকল ব্যবসায়ী সমিতির নেতারা সদস্য হয়ে থাকবে বলেও জানানো হয়।