ইকবাল হোসেনঃ
আগামী ০৯ ডিসেম্বর অনুষ্ঠেয় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর দ্বাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন ঘিরে সভাপতি পদপ্রার্থী সোলাইমান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বনরুপার পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ইকবাল-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতি প্রার্থী হাজী মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মিজান, কাঠ ব্যবসায়ী সমিতির সমাজ সেবা সম্পাদক লোকমান হাকিম হীরা, তথ্য ও প্রচার সম্পাদক মো: নুর ইসলাম, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারু, ব্যবসায়ী করিম খান, নুর আজাদ চৌধুরী, আব্দুল গণি, আব্দুল কুদ্দুস, মো: শরিফুল হক শিবু, মো: রাসেল চৌধুরী, মো: দৌলত ও বাপ্পিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ব্যবসায়ীরা ব্যবসায়ের সুবিধার্থে নানান সমস্যার কথা তুলে ধরে তার প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন।
সভাপতি পদপ্রার্থী হাজী মোহাম্মদ সোলাইমান চৌধুরী তার বক্তব্যে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ছাতা প্রতীকে ভোট কামনা করেন।