॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাথে মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়ন।
মঙ্গলবার বিকাল ৪টায় অটোরিক্সা সমিতি কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ও পর্যটন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী।
অটোরিক্সা সমিতির সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে ও ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের এসআই মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ট্যুরিস্ট পুলিশের এসআই মো. ওসমান গণি, রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সহ-সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল মিয়া। এসময় সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী- রাঙামাটিতে আসা পর্যটকদের সাথে ভালো ব্যবহার ও ভাড়া নিয়ে বাকবিতন্ডায় না জড়াতে অটোরিক্সা চালকদের অনুরোধ করেন। তিনি চালকদের বলেন- প্রয়োজনে তালিকাভূক্ত ভাড়ার চাইতে কিছু টাকা কম নিবেন। এর ফলে অটোরিক্সা চালকদের উপর পর্যটকদের আস্থা বাড়বে। শীগ্রই চালকদের জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।