ইকবাল হােসেনঃ
রাঙামাটি পৌরসভাসহ দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারির পর নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে পৌরসভার সেবা নিশ্চিতে কাজ করেছেন কাউন্সিলররা।
সোমবার দুপুরে পৌর মেয়রের কক্ষে কাউন্সিলর ও কার্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় করেন পৌরসভার প্রধান নির্বাহী শামীম হোসেন।
সভায় তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসেবা সংক্রান্ত সকল সেবায় পৌর পরিষদের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এরপর ১২কাউন্সিলরের উপস্থিতিতে পুরোদমে অফিস কার্যক্রম শুরু হয়।
এসময় প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, করিম আকবর, পুলক দে, মো. নুরুন্নবী, বাচিং মারমা, রবি মোহন চাকমা, মো. জামাল উদ্দিন, কালায়ন চাকমা, সন্তোষ কুমার চাকমা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, নির্মলা দেওয়ান ও জুবাইতুন নাহার উপস্থিত ছিলেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাহী শামীম হোসেন। এসময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন নেন।