নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর, বিলাইছড়ি ও জুরাছড়িতে একযোগে ৩টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প বাস্তবায়ন পরিচালক মাহবুব মোরশেদ সোহেল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান বলেন, পার্বত্য অঞ্চলের খেলোয়াড় ব্যতীত যে কোনো জাতীয় দল গঠন করা অসম্ভব। এই অঞ্চলে এত সীমাবদ্ধতা থাকার পরেও খেলাধুলায় এগিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেন। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পটি প্রধানমন্ত্রীর খুব প্রিয় একটি প্রকল্প বলেই তিনি প্রত্যেক উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় আজকে মিনি স্টেডিয়াম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।
উল্লেখ্য, খেলাধুলার মান বাড়াতে সারাদেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান সরকার। ৬ থেকে ৭কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়ামে ৩তলা বিশিষ্ট একটি ভবন থাকেব। এতে থাকবে ১২৬জন ভিআইপি দর্শকের জন্য গ্যালারী, শেখ রাসেল এর একটি ম্যুরাল ও ২টি ড্রেসিং রুম। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।