নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টির মাঝে আকষ্মিক বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) দুপুরে উপজেলায় নিজেদের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে জাবেদের শরীরে বজ্রপাত হয়। তৎক্ষনাৎ তার শরীর পুড়ে যায়।
এঘটনার সাথে সাথেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির জাবেদ আলীকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।