নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে নৌ ও স্থলপথে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নৌ ও স্থলপথে লংগদু উপজেলার ভাসান্যাদম, বগাচত্বর, গুলশাখালী ও কালাপাকুজ্যা ইউনিয়নে নৌ ও স্থলপথে লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা করেন, দীপংকর তালুকদার ও জেলার নেতাকর্মীরা।
এসময় দীপংকর তালুকদার জেলায় বিমানবন্দর স্থাপন ও রেলপথ চালুকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নের নির্বাচনী ২১দফা ইস্তেহার উল্লেখ করে বলেন, নানিয়ারচর উপজেলায় সেতু হয়েছে, এই সেতু দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। এটি হয়ে গেলে এই দুই উপজেলাসহ ১০উপজেলার মানুষ নৌপথ ছেড়ে সড়কপথেই যোগাযোগ করবে। আর এসব উন্নয়ন দেখতে হলে আগামী ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন প্রতিহতের নামে অগ্নি-সন্ত্রাস, যানবাহন পোড়ানো, বোমাবাজি, নাশকতা বা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ জনগণকে ভীত-সন্ত্রস্ত করে ঘরবন্দি করতে চায়। নির্বাচন এলেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং উন্নয়ন বিরোধী এইটি চক্র ষড়যন্ত্রের জাল বিস্তার করে সক্রিয় হয়ে ওঠে। তাই তিনি সাধারণ জনগণকে বিএনপি জামায়াতকে বয়কট করার আহ্বান জানান।
সবশেষে তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিচুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই জানিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৭ই জানুয়ারি ভোট প্রার্থনা করেন।
এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কো-চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক মহিলা সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, সদস্য আশিষ কুমার চাকমা নব, আবু তৈয়ব, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ছামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, মোছাঃ আছমা বেগম, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল জব্বার সুজন সহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের ফুলেল শুভেচ্ছো ও ধন্যবাদ জ্ঞাপন করেন।