নিজস্ব প্রতিনিধিঃ
বাঘাইছড়ি উপজেলায় জরুরী ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্থাপনের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে বাঘাইছড়ি এলাকাবাসী।
রোববার (১৭ আগষ্ট) সকালে রাঙামাটি জেলা শহরের একটি রেস্টুরেন্টে বাঘাইছড়ি এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাঙামাটি জেলা জজ কোর্টের আইনজীবী, অ্যাডভোকেট মো. রহমতুল্লাহ।
লিখিত বক্তব্যে মোঃ রহমাতুল্লাহ বলেন, বাঘাইছড়ি উপজেলাটি রাঙামাটির গুরুত্বপূর্ণ ও দুর্গম উপজেলা। এখানে বিস্তৃত জনবসতি, বাজার, পাহাড়ি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নানা ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও এখানে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি।
রহমাতুল্লাহ আরো জানান, সাম্প্রতিক সময়ে মুসলিম ব্লক, দুরছড়ি ও বাঘাইহাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় কোটি টাকার সম্পদ। জরুরী ভিত্তিতে এই এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন না করলে আগামীতে আরো কোটি কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসময় অবিলম্বে বাঘাইছড়িতে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্থাপন, অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ এবং স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করারো দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাঘাইছড়ি উপজেলাবাসীর পক্ষে রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মো. আল-আমিন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির আইনজীবী এডভোকেট মো. জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্র দলের সদস্য মো. রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।